ব্যাট হাতে অনুশীলনে ফিরলেন তামিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১০:০৬ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১০:০৭ পিএম

অনুশীলনে তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

অনুশীলনে তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

চোটের কারণে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। ইনজুরির জন্য খেলা হচ্ছে না আসন্ন এশিয়া কাপেও। তবে চোটের সঙ্গে লড়াই করা তামিম দ্রুতই যে মাঠে ফিরতে যাচ্ছেন, তার প্রমাণ মিলল  মিরপুরে। 

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার (২০ আগস্ট) সকাল ১০টায় জাতীয় দলের অনুশীলন শুরু হয়। জানা গিয়েছিল আজ ব্যাটিং করতে পারেন তামিম ইকবাল। 

দুপুর দুইটার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন তামিম। মাঠে এসেই তিনি চলে যান  মেডিকেল বিভাগে।  

কিছুক্ষণ পরেই জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার ব্যাট-প্যাড পরে নেমে যান একাডেমি মাঠে।

বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম ও রিহ্যাব সেন্টারের প্রধান কিরন থমাস উপস্থিত ছিলেন একাডেমি মাঠে। কোনো বোলার নয়,  থ্রোয়ারের বলে ব্যাট করেছেন তামিম। সেটিই পর্যবেক্ষণ করেছেন বিসিবির ফিজিও এবং কিরন থমাস। 

প্রায় ১৫ মিনিট ব্যাটিং করেন সাবেক ওয়ানডে অধিনায়ক। তখন তামিমকে বেশ সময় স্বাচ্ছন্দ্যেই দেখা গেছে।

এশিয়া কাপে দর্শক হয়ে থাকলেও সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh