হেরে ‘লজ্জার’ মাইলফলক গড়লো ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৫:৫৫ পিএম

প্রথম ২ ম্যাচে হেরে চাপে পড়েছিল ভারত। ছবি: সংগৃহীত

প্রথম ২ ম্যাচে হেরে চাপে পড়েছিল ভারত। ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ইন্ডিয়া। ৫ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে হেরে গেছেন তারা। এতে ‘লজ্জার’ মাইলফলক গড়লো মেন ইন ব্লুরা।

হার্দিকের নেতৃত্বে এই প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ হারলো ভারত। এর আগে তার অধিনায়কত্বে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছিল তারা। তবে এবার পারলেন না হার্দিকরা। 

প্রথম ২ ম্যাচে হেরে চাপে পড়েছিল ভারত। তবে পরের ২টি খেলায় জিতে সিরিজে সমতা ফেরান সফরকারীরা। কিন্তু রোববার (১৩ আগস্ট) শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে গেলেন তারা।

এই প্রথম ভারতকে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হারালো ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ খেলে দুই দল। সেই থেকে ১৪ বছরে একবারও ভারতকে ৫ ম্যাচ সিরিজে হারাতে পারেননি ক্যারিবিয়ানরা।

এবার ওই কাজটাই করে ফেললেন নিকোলাস পুরানরা। ২০১৭ সালের পর এই প্রথম ভারতকে টি-টোয়েন্টি সিরিজে হারালেন তারা।

এই প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচ হেরে গেলো ভারত। এর আগে কখনও একটি টি-টোয়েন্টি সিরিজে ৩ খেলায় হারেনি তারা। সেই অসম্ভব কাজটাই করে দেখালেন পুরানরা। 

সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিলেন তারা। রোববার জিতে ৫ ম্যাচের সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ।

এনিয়ে প্রথমবার ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হারলো ভারত। এর আগে কোনও দল তাদের সমান সংখ্যক ম্যাচের এই ঘরানার সিরিজে হারাতে পারেনি। এবার সেই কাজটাই করে দেখালো ওয়েস্ট ইন্ডিজ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh