আমাকে বিড়ালে কামড়াবে যে!

শোয়াইব আহম্মেদ

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১০:১৫ এএম

কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

কবি কাজী নজরুল ইসলাম হাস্যরস করতে পছন্দ করতেন ছোটবেলা থেকে। তার রসবোধের পরিচয় লেখনীর মাধ্যমে আমরা পেয়ে থাকি। কবির সমকালে কবিকে যারা ব্যক্তিগতভাবে চিনতেন, তারা সকলেই মুগ্ধ হতেন তার ভীষণ আয়েশী আড্ডাবাজ স্বভাব এবং যে কোনো পরিস্থিতিতে খোশমেজাজে থাকতে পারার দুর্দান্ত ক্ষমতায়। 

সে সময়ে সিরাজগঞ্জে নিখিলবঙ্গ মুসলিম সম্মেলনে কবি কাজী নজরুল ইসলাম সভাপতি হিসেবে আমন্ত্রিত। মধ্যমনি কবিকে নিয়ে সকলে খেতে বসেছেন। খাবার পরিবেশনকারী ছেলেটি কবিকে প্রথমে এক টুকরো ইলিশ মাছ দিল। কবি সেটি খেয়ে শেষ করতেই আরেক টুকরো দেওয়া হলো। পদ্মার ইলিশ কবি বেশ তৃপ্তি নিয়ে খেলেন। এবার তৃতীয় টুকরো দেওয়ার জন্য ছেলেটি কাছে আসতেই- কবি তাকে বাধা দিয়ে বললেন, আরেহ! আরেহ! করছ কী? এত মাছ খেলে, শেষকালে আমাকে বিড়ালে কামড়াবে যে!

একবার কবি নজরুল ইসলাম গিয়েছেন সিরাজগঞ্জে, আসাদউদ্দৌলা সিরাজীর বাসায়। সেখানে খাওয়া-দাওয়ার পর সবাইকে দই দেওয়া হলো খেতে; কিন্তু সে দই আবার বেজায় টক হয়ে গিয়েছিল। তা খেয়ে নজরুল ইসলাম আসাদউদ্দৌলার দিকে তাকিয়ে চোখে-মুখে অদ্ভুত ভঙ্গি করে বললেন, ‘তুমি কি এই দই তেঁতুল গাছ থেকে পেড়ে নিয়ে এলে নাকি?’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh