প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা: ইকুয়েডরে জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৫:৩২ পিএম

ফার্নান্দো ভিলাভিসেনসিও। ছবি: সংগৃহীত

ফার্নান্দো ভিলাভিসেনসিও। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার ঘটনায় ৬০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো জরুরি অবস্থা ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) ইউটিউবে সম্প্রচারিত এক ভাষণে ল্যাসো বলেন, নাগরিকদের নিরাপত্তা, দেশের শান্তি এবং ২০ আগস্টের অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের নিশ্চয়তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী দেশজুড়ে প্রস্তুত রয়েছে। 

আগামী ২০ আগস্ট ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ফার্নান্দো ভিলাভিসেনসি।

স্থানীয় সময় গতকাল বুধবার (৯ আগস্ট) উত্তরাঞ্চলীয় কুইটো শহরে তিনি প্রচারণা অনুষ্ঠানে ছিলেন। সেখানে তিনি গুলিতে নিহত হন। তিনি দেশটির জাতীয় পরিষদের সদস্যও ছিলেন।_আল জাজিরা 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh