জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৩:৪১ পিএম

নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা।

নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা।

এবার দেশের ১৭তম জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) পণ্যটির জিআই সনদ পৌঁছেছে নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে।

এর আগে ৮ আগস্ট শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরের মহাপরিচলক খোন্দকার মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরে নাটোর জেলা প্রশাসকের নামে কাঁচাগোল্লার জিআই স্বীকৃতি অনুমোদন দেওয়া হয়।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, কাঁচাগোল্লা জেলা প্রশাসকের নামে নিবন্ধন হয়েছে। এখন এটাকে বিকৃত করতে দেওয়া হবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh