আজ ৪০ মিনিট দেরিতে ছাড়লো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১১:৪২ এএম

মেট্রোরেল। ফাইল ছবি

মেট্রোরেল। ফাইল ছবি

কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর চালু হয়েছে মেট্রোরেল। এতে সকালবেলা অফিসগামী যাত্রীদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ আগস্ট) নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় মেট্রোরেল চালুর কথা ছিল। তবে এর কিছু আগেই ট্রাকে সমস্যা ধরা পড়ে। পরে সেটি সমাধানের পর সকাল ৮টা ৪০ মিনিটে উত্তরার দিকে ছুটে যায় মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমটিসিএলের এই কর্মকর্তা বলেন, ‘ট্র্যাকে সমস্যার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে।’

তিনি আরও বলেন, প্রতিদিন রাতে মেট্রোরেল বন্ধের সময় এবং সকালে চালুর সময় সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। গতকাল রবিবার (৬ আগস্ট) রাতেও সেটি করা হয়েছিল, তবে ওই সময় সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সকালে মেট্রোরেল চালুর আগে পরীক্ষাকালে সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এ জন্য মেট্রোরেল কিছু সময় বন্ধ ছিল। তবে দ্রুতই ত্রুটি সমাধান করে ফের মেট্রোরেল চালু করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh