রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, অফিসগামীরা বিপাকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৯:২৭ এএম

রিকশা বা সিএনজিচালিত অটোরিকশাচালকরা অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন।ছবি: সংগৃহীত

রিকশা বা সিএনজিচালিত অটোরিকশাচালকরা অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন।ছবি: সংগৃহীত

রাজধানীতে আজ ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষজন। বিরামহীন বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। এছাড়াও যানজট তো নিত্যদিনের সঙ্গি। বৃষ্টিতে সেটি যেন তা আরও বেড়ে যায় কয়েকগুণ।

বৃষ্টি থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে, কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে। একই সঙ্গে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশাচালকরা অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার (৭ আগস্ট) দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে।

ঢাকাসহ উত্তর-মধ্যাঞ্চলেও বৃষ্টি সামান্য বাড়তে পারে। তবে উপকূলীয় জেলাগুলোর মতো প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা নেই। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে।

চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বেশ বৃষ্টি ঝরছে। গত মাসজুড়ে প্রায় বৃষ্টিহীন থাকার পর আগস্টে এসে যেন ওই ঘাটতি পুষিয়ে দেওয়া শুরু করছে প্রকৃতি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh