হত্যার উদ্দেশ্যেই হামলা, অভিযোগ নুরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৭:২৯ পিএম

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর দাবি করেন যে হত্যার উদ্দেশ্যেই তার উপর হামলা করা হয়েছিল।

আজ রবিবার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল থেকে বাসায় ফেরা ও চিকিৎসা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হামলা, মামলা ও নৈরাজ্যের রাজনীতি শুরু করেছে। তারা আগামীবার ক্ষমতায় থাকলে কারও রেহায় নেই। পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, হত্যার উদ্দেশ্যেই আমার ওপর হামলা করা হয়েছিল। সরকার পতনের আন্দোলন করার কারণেই বাসায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তিনি বলেন, সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেভাবে সহিংস হয়ে উঠছে তার সম্পূর্ণ দায় সরকারের। সরকাকে অনুরোধ করবো দেশে সংঘাত-সহিংসতা উসকে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না।

তিনি আরও বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে প্রশাসনে দুর্বৃত্তায়ন ও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাবো আপনারা রাজপথে নেমে আসুন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh