হিজাব পরে বিশ্বকাপের মঞ্চে, ইতিহাস গড়লেন মরক্কোর বেনজিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৪:০৫ পিএম

নৌহাইলা বেনজিনা। ছবি: সংগৃহীত

নৌহাইলা বেনজিনা। ছবি: সংগৃহীত

ফিফা নারী ফুটবল বিশ্বকাপে হিজাব পরে খেলতে নেমে ইতিহাস গড়লেন মরক্কোর নৌহাইলা বেনজিনা। নারী বিশ্বকাপের ইতিহাসেই হিজাব পরে খেলা প্রথম ফুটবলার তিনি।

ফুটবল মাঠে হিজাব নিষিদ্ধ করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে পরে সেই নিষেধাজ্ঞা আবার উঠিয়েও তারা। এরপর থেকেই নারী ফুটবলারদের হিজাব পরে খেলতে নামার ঘটনা ঘটলেও বিশ্বকাপের মঞ্চে বেনজিনাই প্রথমবার হিজাব পরে খেলতে নামলেন। 

আজ রবিবার (৩০ জুলাই) নারী বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে মাঠে নেমেছিলো মরক্কো। সেই ম্যাচেই হিজাব পরে খেলতে নেমে ইতিহাস গড়েন এই মরক্কোর এই ডিফেন্ডার।

কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে মরক্কানরা। তবে সেই জয় ছাপিয়েও বেশি আলোচনায় বেনজিনার হিজাব পরে খেলতে নামার ঘটনা। 

মরক্কোর আগের ম্যাচে জার্মানির বিপক্ষেই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন বেনজিনা। তবে সেই ম্যাচে তাকে মাঠে না নামানোই বাড়তে থাকে অপেক্ষা। অবশেষে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই ইতিহাস গড়ে ফেললেন বেনজিনা। আজ ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন বেনজিনা। 

২০১৮ সালে মরক্কো জাতীয় দলে যাত্রা শুরু হয় বেনজিনার। তিনি মরক্কোর অ্যাসোসিয়েশনের স্পোর্টস অব ফোর্সেস আর্মড রয়্যালের (এফএআর) হয়ে খেলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh