মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৬:১৫ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম

মানবতাবিরোধী অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: নাটোর প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: নাটোর প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজাকার মো. ফসিয়ার রহমানকে (৬৫) নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আজ বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি অপারেশন দল বুধবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফসিয়ার রহমানকে লালপুরের পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফসিয়ার রহমান যশোর জেলার বাঘারপাড়া থানার মৃত মনছুর আলীর ছেলে।

উল্লেখ্য, ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, আটক ও ছয়জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh