বিএনপির মধ্যে বড় বিস্ফোরণ হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৩:৩৮ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ০৪:০০ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যদি নেতাকর্মীদের নির্বাচনে অংশ নিতে না দেয়, তাদের নিজেদের মধ্যে বড় বিস্ফোরণ হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। বিএনপি সংকট তৈরির চেষ্টা করছে। সরকার তাদের সে চেষ্টা সফল হতে দেবে না।   বিএনপি যে দিন সমাবেশ ডাকবে সেদিন এত বড় ঢাকায় আর কেউ সমাবেশ ডাকতে পারবে না, তা হতে পারে না। বিএনপি সমাবেশ ডাকলে সাধারণ মানুষ ভয়ে থাকে। গণমানুষের নিরাপত্তার জন্য সরকারসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো রাস্তায় থাকবে।

ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াত সমাবেশ করতে চাইতেই পারে, তবে প্রশাসন ঠিক করবে তাদের অনুমতি দেওয়া হবে কি না। তিনি বলেন, রাজনীতির নিয়ম অনুযায়ী, জামায়াত সমাবেশ করতেই পারে। তবে যদি বিএনপির সাথে মিলে তারা আবারও সংঘর্ষের রাজনীতি করতে চায়, তাহলে তাদের দমন করা হবে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি গণমানুষের দল বলে দাবি করে, কিন্তু তারা তাদের দলীয় কর্মীদের কোনো নির্বাচনে অংশ নিতে দেয় না। যা তাদের আভ্যন্তরীণ সংকটের বহিঃপ্রকাশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh