ওয়াটার বাসডুবিতে ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ১৭ জুলাই ২০২৩, ০৪:১৮ এএম

ডুবে যাওয়া ওয়াটার বাস থেকে যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত

ডুবে যাওয়া ওয়াটার বাস থেকে যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীসহ ওয়াটার বাসডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৫ জনকে। তবে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

রবিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে নৌপুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার এএসআই হাসান আরিফ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কোস্ট গার্ডের ডুবুরি দল। এর আগে, রবিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল যাত্রীসহ ওয়াটার বাসটি। সদরঘাটের বিপরীত পাশে মাঝনদীতে বালুবোঝাই এমভি আরাবি নামে বাল্কহেডের ধাক্কায় এটি ডুবে যায়। 

সদরঘাট নৌথানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, নৌযানটির কত সংখ্যক যাত্রী নিখোঁজ আছে, তা এখনও জানা যায়নি।

তবে ওয়াটার বাসটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে, অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh