ঝিনাইদহ আ.লীগের সহ-সভাপতি হলেন নাসের শাহরিয়ার জাহেদী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১১:১৯ পিএম

জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট চেয়ারম্যান মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি: ফাইল

জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট চেয়ারম্যান মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি: ফাইল

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল সহ-সভাপতি পদে কমিটিভুক্ত হয়েছেন।

তিনি এর আগের কমিটিতেও সহ-সভাপতির দায়িত্ব দীর্ঘ সময় ধরে সুনামের সঙ্গে পালন করেছেন।

জানা যায়, ২০২২ সালের ১৩ নভেম্বর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলন অনুষ্ঠানের ৫ মাস পরে সংসদ-সদস্য আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৯ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে স্বাক্ষর করেন।

প্রাপ্ত তথ্য মতে, সভাপতি ও সম্পাদকসহ ৭৫ সদস্যর কমিটির ৭৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। উপপ্রচার সম্পাদকের পদ শূন্য রাখা হয়েছে।

অন্তত ১৫ জন সাবেক ছাত্রনেতা নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়া বেশিরভাগ সদস্য ২০১৫ সালে গঠিত জেলা কমিটিতে ছিলেন। 

পুরনোদের মধ্যে যারা বাদ পড়েছেন, তাদের মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশীদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh