প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিটার হাসের দেড় ঘণ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৪:২৩ পিএম

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি: ফাইল

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি: ফাইল

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস ব্যস্ত সময় পাড় করছেন। গতকাল বুধবার (৫ জুলাই) ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দফায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন।

জানা যায়, এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান পিটার হাস। সেখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন।

এরপর তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সঙ্গে বৈঠকে বসেন। দ্বিতীয় বৈঠকটি চলে পৌনে এক ঘণ্টা পর্যন্ত।

বিভিন্ন সূত্রে বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ নিয়ে উভয় পক্ষই নীরবতা অবলম্বন করছে।

এর আগে, মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের বাসায় পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে চা-চক্রে যোগ দেন। সকালে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে এ বৈঠকে ১২ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা যোগ দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh