গরুর চামড়ার দাম নিয়ে বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৬:২৮ পিএম

কোরবানির পশুর চামড়া সংগ্রহ। ছবি: ফাইল

কোরবানির পশুর চামড়া সংগ্রহ। ছবি: ফাইল

কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত দামের চেয়ে কমে কিনলে ট্যানারি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার (২৮ জুন) দুপুরে রংপুর নগরীর ধাপ সাগরপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া বিক্রির টাকা সাধারণত মানুষ দান হিসেবে মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় দেয়। এতে ঈদের সময় যে অর্থ আয় হয় তা দিয়ে তাদের ব্যয় অনেকটাই মেটানো যায়। এটা সওয়াবের কাজ, এর মধ্যে ঠকানোর টেনডেনসি যারাই করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এবার একটি গরুর চামড়া ৮০০/৯০০ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর কম দামে চামড়া কিনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটা চামড়ায় ২০০ টাকার লবণ লাগে, সে বিবেচনা করে আমরা দাম নির্ধারণ করেছি।

ট্যানারি মালিকদের হুঁশিয়ার করে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য, বিশেষ করে সরকার নির্ধারিত দাম না দিলে আমরা কাঁচা চামড়া সরাসরি বিদেশে রপ্তানির অনুমতি দিতে বাধ্য হবো।

তিনি বলেন, মানুষ যাতে পশুর চামড়ার ন্যায্যমূল্য পায় সে জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এবার ঈদের পরপরই মাঠে থাকবে। কোনো ধরনের অনিয়ম দেখলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট চক্র আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ট্যানারি মালিকদের মাঝামাঝি দালাল ফড়িয়ারা আছে, তারা ‘চামড়ার দাম নেই’, ‘ট্যানারি মালিকরা কম দাম দেয়’- এসব মিথ্যা অজুহাত দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সে জন্য এবার বলেছি, চামড়া কেনার পর লবণ লাগাতে হবে।

টিপু মুনসি বলেন, লবণ ছাড়া চামড়া আট ঘণ্টার বেশি রাখা যায় না। এ সুযোগটা নেয় ব্যবসায়ীরা। সে কারণে লবণ লাগানো হলে দাম কম দেওয়ার সুযোগ নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh