সস্ত্রীক হজ পালনে সৌদি গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৪:৪৭ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: ফাইল

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: ফাইল

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সস্ত্রীক সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ শুক্রবার (২৩ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজ্জের কার্যক্রম সম্পাদন করতে পারেন এবং মহান আল্লাহ সুবহানু তায়ালা যেন তাদের হজ্জকে ‘হজ্জে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য সেনা প্রধান সৌদি আরব যাত্রার আগে সবার কাছে দোয়া চেয়েছেন।

হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ৩ জুলাই দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh