একদিনে ১২৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৮:০৭ পিএম

করোনাভাইরাস। ছবি: প্রতীকী

করোনাভাইরাস। ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় আক্রান্ত কেউ মারা যায়নি। আজ মঙ্গলবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায়  ১ হাজার ৭৮৯টি নমুনা সংগ্রহ ও ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৬৫০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়া দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪১ হাজার ৭৪৮ জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৬৫০ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৫৭ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে তিন বছর পর গত মে মাসে রোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh