খালেদা জিয়াকে বিএনপি রাজনৈতিক পণ্য বানিয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৩:৫৩ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ০৫:৫০ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সাম্প্রতিক দেশকাল

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সাম্প্রতিক দেশকাল

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে বিএনপি তাকে রাজনৈতিক পণ্য বানিয়েছেন। খালেদা জিয়ার জন্য এটা খুবই অবমাননার। বিএনপিকে এটা থেকে বের হয়ে আসা উচিত।’

আজ বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মার্কিন ৬ কংগ্রেসম্যানের চিঠি নিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে মার্কিন ৬ কংগ্রেসম্যানের চিঠিকে গুরুত্ব দিচ্ছে না সরকার।  এত কংগ্রেসম্যানের মধ্যে ছয়জন কী বললো, সেসব নিয়ে ভাবার কিছু নেই। এসব নিয়ে বাংলাদেশেই নিউজ হয়, অন্য দেশ এসবকে গুরুত্বও দেয় না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বুধবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রামে বিএনপি তারুণ্যের সমাবেশ করেছে, তারুণ্যের সমাবেশ করে বিএনপি কী শিক্ষা দিচ্ছে তরুণদের? সমাবেশে যাওয়ার আগে এই তরুণরা জামালখান এলাকার সড়কের দুই পাশের দেয়ালে দেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য নিয়ে টাঙানো ছবি ভাঙচুর করেছে, যা খুবই দুঃখজনক। এসব ছবির মধ্যে অনেক গুণীজনের ছবিসহ বঙ্গবন্ধুর ছবিও আছে। বিএনপি তরুণদের সন্ত্রাসী শিক্ষা দিচ্ছে। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হবে শিগগিরই। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।’ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh