ইসলাম গ্রহণ করলেন রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে জড়িত অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১১:৪৬ পিএম

গহনা বশিষ্ঠ। ছবি: সংগৃহীত

গহনা বশিষ্ঠ। ছবি: সংগৃহীত

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মিস এশিয়া বিকিনির খেতাবজয়ী ভারতীয় অভিনেত্রী গহনা বশিষ্ঠ। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, তিনি বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তবে বিয়ে নিয়ে মুখ খোলেননি এ অভিনেত্রী; যদিও তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি ইতোমধ্যে ফাঁস হয়েছে।

একাধিক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে নাম জড়িয়েছিল গহনার। এ ঘটনায় ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। পরে জামিনে ছাড়া পান এই অভিনেত্রী।

সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের প্রেমিক ফাইজান আনসারিকে বিয়ে করেছেন গহনা। 

গহনার ঘনিষ্ঠ সূত্রে খবর, গহনা ও ফাইজান একে অপরের প্রেমে মগ্ন। তাদের সম্পর্কে কোনো খাদ নেই। গহনা বিয়ের জন্য ধর্মান্তরিত হননি, এটা তার ব্যক্তিগত পছন্দ।

গহনার স্বামী ফাইজান আনসারি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাকে অ্যামাজন মিনিটিভি রিয়েলিটি শো ‘ডেটবাজি’তেও দেখা গেছে।

প্রসঙ্গত, ২০১২ সালে গহনা জিতেছিলেন মিস এশিয়া বিকিনির খেতাব। বেশ কিছু দক্ষিণী ছবিতে আইটেম সংয়ে দেখা গেছে তাকে। ‘গান্দি বাত’ নামের একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh