ব্রাজিলের জয়ের রাতে আর্জেন্টিনার বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১১:২০ এএম

ব্রাজিল-আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ফুটবলাররা। ছবি: সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ফুটবলাররা। ছবি: সংগৃহীত

অঘটনের জন্ম দিয়ে বিদায় নিল আর্জেন্টিনা। ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোতে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে হার মানে মেসি-মারিয়াদের শিষ্যরা।

এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসেছে আর্জেন্টিনায়। গ্রুপ পর্বের সব ম্যাচেই দাপট দেখিয়ে জয় পেয়েছিল মেসি-মারিয়াদের শিষ্যরা। তবে কোয়ার্টার ফাইনালে এসে হেরে যায় নাইজেরিয়ার বিপক্ষে, আস্থার প্রতিদিন দিতে পারেননি তারা। এর আগে দুই দলের দুবারের মুখোমুখি দেখাতে জয় ছিল না নাইজেরিয়ার।

৬১ মিনিটে বেজি মুহাম্মদ এবং অতিরিক্ত সময়ে সারকির গোলে হার মানে আর্জেন্টিনা।

অপরদিকে, তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। দুই দলের এটিই ছিল প্রথম দেখা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh