দেবীগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ফুয়েল স্টেশন বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০২:৫১ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০২:৫৩ পিএম

মেসার্স মাওয়া ফিলিং স্টেশন। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

মেসার্স মাওয়া ফিলিং স্টেশন। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল সরবরাহ পরিমাপে ত্রুটির কারণে ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বিএসটিআই।

আজ মঙ্গলবার (৩০ মে) সকাল ১১টায় ভাউলাগঞ্জের মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন বিএসটিআই রংপুর বিভাগী কার্যালয়ের একটি টিম। বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিম বলেন, মেসার্স মাওয়া ফিলিং স্টেশনের বিরুদ্ধে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে আজকের অভিযান পরিচালনা করা হয়। আমরা ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এই সংক্রান্ত আমার স্বাক্ষরিত একটি নোটিশ জনস্বার্থে ডিসপেন্সিং ইউনিটে সাঁটিয়ে দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh