গাজীপুরের নতুন মেয়রকে আজমত উল্লার অভিনন্দন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৪:২৮ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩, ০৪:৩৩ পিএম

আওয়ামী লীগ মনো‌নিত মেয়র প্রার্থী এডভোকেট আজমত উল্লা খান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ মনো‌নিত মেয়র প্রার্থী এডভোকেট আজমত উল্লা খান। ছবি: সংগৃহীত

গাজীপুর সি‌টি নির্বাচনে বিজয়ী নতুন মেয়র জায়েদা খাতুনকে অভিনন্দন জা‌নিয়েছেন আওয়ামী লীগ মনো‌নিত মেয়র প্রার্থী এডভোকেট আজমত উল্লা খান। আজ শুক্রবার (২৬ মে) সকালে গণমাধ্যমকর্মী‌দের সঙ্গে আলাপকালে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।

আজমত উল্লা খান বলেন, অনেকে অপপ্রচার চা‌লিয়েছেন এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গতকাল গাজীপুর সি‌টিতে যে নির্বাচন হয়েছে তা অত‌্যন্ত সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ প‌রিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, নির্বাচন ক‌মিশনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। এ নির্বাচনে অপপ্রচারকারীদের বক্তব‌্য মিথ‌্যা বলে প্রমা‌ণিত হলো। তি‌নি (জায়েদা খাতুন) বিজয়ী হয়েছেন, তাকে অভিনন্দন। 

তিনি আরও বলেন, আমি রায় মেনে নিয়েছি। তবে কিছু ত্রুটি ছিল ইভিএমে। অনেকে ভোট দিতে পারে নাই। পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। পরাজয়ের কি কি কারণ ছিল তা জানানো হবে। 

বিজয়ী মেয়র জায়েদা খাতুন আপনার সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন এমন প্রশ্নের জবাবে আজমত উল্লা বলেন, কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে সিটি নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এরপর থেকে জেলা পরিষদ ভবনে নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’থেকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম ফল ঘোষণা শুরু করেন। মধ্যরাতে এই নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসে।

নির্বাচনে মোট ৪৮০টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। সে হিসাবে আজমতের চেয়ে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়েছেন জায়েদা খাতুন। 

জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা।

অপর মেয়র প্রার্থীদের মধ্যে মাছ প্রতীকে আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪, লাঙ্গল প্রতীকে এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২, হাতপাখা প্রতীকে গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, গোলাপ ফুল প্রতীকে মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬, ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রাশিদ ২ হাজার ৪২৬ এবং হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh