সুদান থেকে দেশে ফিরলেন ২৩৯ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১১:১৭ এএম | আপডেট: ১২ মে ২০২৩, ১১:২৬ এএম

সাদান থেকে বাংলাদেশে ফিরে আসা প্রবাসীরা। ছবি: সংগৃহীত

সাদান থেকে বাংলাদেশে ফিরে আসা প্রবাসীরা। ছবি: সংগৃহীত

সংঘাতময় সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে আরো ২৩৯ জন প্রবাসী দেশে ফিরেছেন। এ নিয়ে সুদানে আটকে পড়া ৫৫৫ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরলেন।

আজ শুক্রবার (১২ মে) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এর আগে বৃহস্পতিবার সকালে ৫১ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। এরপর এদিন সন্ধ্যায় কাতার এয়ারওয়েজে ৫৪ জন এবং রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরো ৭৫ জন বাংলাদেশি দেশে ফিরেন। একইভাবে সুদান থেকে জেদ্দা হয়ে ৮ মে প্রথম দফায় ১৩৬ জন বাংলাদেশি বিমানের ফ্লাইটে দেশে ফিরেছিলেন।

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh