যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন অভিমানী নাসির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৪ পিএম

নাসির হোসেন। ফাইল ছবি

নাসির হোসেন। ফাইল ছবি

অলরাউন্ডার পারফরম্যান্স আর অসাধারণ ফিল্ডিংয়ে বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান নাসির হোসেন। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নান্দনিক পারফরম্যান্সের সুবাদে আলোচনায় আসেন নাসির। তাতেও অবশ্য বিসিবি নির্বাচকদের সুনজরে আসতে পারেননি তিনি। হতাশ নাসির প্রাপ্য মূল্যায়ন না পাওয়ায় বাংলাদেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমাতে চলেছেন।

শনিবার (২৯ এপ্রিল) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নাসির হোসেন বলেন, ‘দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন। আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি যুক্তরাষ্ট্রে চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি, ওখানে মাইনর লীগ খেলা আছে। সেখানে খেলতে যাচ্ছি আমি।’

বিসিবির সুনজরে না এলে কি নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলতে চান নাসির? উত্তরে টাইগার ক্রিকেটার বলেন, ‘ওই বিষয়ে আমি এখনই কিছু বলব না।

দেখি কী হয়, আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাহলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতেই পারি। বিষয়টি এমন নয় যে, আমি যুক্তরাষ্ট্রে চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh