আইপিএলের মাঝপথে দেশে ফিরলেন লিটন দাশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৫:৪৩ পিএম

ক্রিকেটার লিটন দাস। ছবি: সংগৃহীত

ক্রিকেটার লিটন দাস। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছিলেন লিটন দাস। কিন্তু মাত্র এক ম্যাচ খেলেই তার এবারের আইপিএল শেষ হয়েছে। জরুরি পারিবারিক কারণে হঠাৎই আজ দেশে ফিরেছেন বাংলাদেশের এই ডানহাতি ওপেনার।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লিটনের দল কলকাতা নাইট রাইডার্স।  

শুরুতে বাংলাদেশ থেকে আইপিএলে সুযোগ পেয়েছিলেন তিন ক্রিকেটার। কিন্তু পরে নিজের নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান। কিন্তু সুযোগ পেয়েও বাজে পারফর্ম করে জায়গা হারিয়েছেন একাদশে।

অন্যদিকে কলকাতার হয়ে প্রথমবার আইপিএল খেলতে গত ৯ এপ্রিল ভারতে যান লিটন। দুই ম্যাচ বাইরে থাকার পর দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ২০ এপ্রিলের ম্যাচে আইপিএল অভিষেক হয় তার।

জেসন রয়ের সঙ্গে ইনিংস সূচনা করতে নেমে প্রথম বলেই চার মারেন বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান। কিন্তু ওই চারের পর আর এগোয়নি লিটনের ইনিংস। চার বলে ৪ রান করে আউট হন তিনি।

পরে কিপিংয়েও হতাশার দিন কাটে লিটনের। দিল্লির রান তাড়ার শেষ দিকে দুটি স্টাম্পিংয়ের সুযোগ তিনি হাতছাড়া করেন। যা নিতে পারলে হয়তো ম্যাচের ফল আসত কলকাতার পক্ষে।

ওই ম্যাচের পর একাদশে জায়গা হারান লিটন। তাকে একাদশের বাইরে রেখেই চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে খেলে কলকাতা। দুই ম্যাচেই ইমপ্যাক্ট ক্রিকেটারের তালিকায় থাকলেও মাঠে নামার সুযোগ পাননি লিটন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh