বছরের প্রথম সূর্যগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৯:৩১ এএম

হাইব্রিড সূর্যগ্রহণ চলছে। ফাইল ছবি

হাইব্রিড সূর্যগ্রহণ চলছে। ফাইল ছবি

চলমান শতাব্দীতে বিরল প্রজাতির  ‘হাইব্রিড সূর্যগ্রহণ’ বা ‘রিং অফ ফায়ার’ চলছে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল)। জ্যোতিষ ক্যালেন্ডার অনুসারে, বৃহস্পতিবার সূর্যগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা ৩৪ মিনিটে, শেষ হবে বেলা ১২টা ৫৯ মিনিট। 

বছরের প্রথম বিরল এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। এই বিরল সূর্যগ্রর্যহণ বা ‘হাইব্রিড সূর্যগ্রহণ’ অস্ট্রেলিয়া, পূর্ব ও  দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা এবং ভারত মহাসাগর থেকে দৃশ্যমান হবে। 

এর বিশেষত্ব হল এখানে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া হয় ছোট। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যায় চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

এর আগে এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০ বছরের অন্তর থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা। তাই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উৎসাহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

বাংলাদেশের আকাশে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও সরাসরি সম্প্রচারে হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন যেকোনো দেশের মানুষ। ।

নাসা জানিয়েছে, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। এ বছরের শেষ সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh