রাজধানীতে ট্রেনে ধাক্কায় প্রাণ গেলো রংমিস্ত্রির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১১:৫৪ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর আশকোনা এলাকায় ট্রেনের ধাক্কায় মোতালেব হোসেন নামে ৫০ বছর বয়সী এক রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে আশকোনা হাজি ক্যাম্প রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮টার দিকে রেললাইন দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা খান মোতালেব। ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোতালেব হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া বিমানবন্দর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. মোমিনুল ইসলাম জানান, সকালে ওই ব্যক্তি হেঁটে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মোতালেব হোসেনের মেয়ে রাজিয়া আক্তার মিম জানান, তাদের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ থানায়। তার বাবা রংমিস্ত্রির কাজ করতেন। দুদিন আগে কাজের উদ্দেশ্যে গ্রাম থেকে ঢাকায় আসেন তার বাবা। আর আজ সকালে পুলিশের মাধ্যমে বাবার দুর্ঘটনার সংবাদ পান তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh