মাদারীপুরে জঙ্গিবাদ ও মানবপাচার বিরোধী সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৮:১৬ পিএম

মানবপাচার বিরোধী সমাবেশ। ছবি: মাদারীপুর প্রতিনিধি

মানবপাচার বিরোধী সমাবেশ। ছবি: মাদারীপুর প্রতিনিধি

জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও মানবপাচার বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে রাজৈর থানার আয়োজনে এ মানবপাচার বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ রাজৈর থানার পুলিশ সদস্যসহ রাজৈর উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয়রা।

মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন , আমরা চেষ্টা করছি জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও মানবপাচার প্রতিরোধ করার। আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সকল প্রকার আইনি সহায়তা করবো, আপনাদের বিপদে, আমাদের পাশে পাবেন। তবে কেউ অবৈধভাবে কেউ বিদেশে যাবেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh