ভারতীয় কোম্পানির চোখের ড্রপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে তিন জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৫:১২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৈরি চোখের ড্রপ ব্যবহার করে তিন জনের মৃত্যু এবং কয়েক জনের গুরুতর সংক্রমণ হয়েছে।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) তাদের তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোবাল ফার্মা বেশ কয়েকটি সুরক্ষা নিয়ম লঙ্ঘন করেছে বলে তারা প্রমাণ পেয়েছে।

ভারতের চেন্নাই শহরে গ্লোবাল ফার্মার প্ল্যান্ট পরিদর্শনের পর গত সপ্তাহে এফডিএ তাদের প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটির সুপারিশের পরে ফেব্রুয়ারিতে ড্রপগুলি প্রত্যাহার করে নিয়েছিল গ্লোবাল ফার্মা।

গ্লোবাল ফার্মার তৈরি চোখের ড্রপগুলি দুটি ব্র্যান্ড নামে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়েছিল- ইজরিকেয়ার আর্টিফিশিয়াল টিয়ার্স এবং ডেলসাম ফার্মার আর্টিফিসিয়াল টিয়ার্স। দুটি ড্রপই যুক্তরাষ্ট্রে ওষুধ প্রতিরোধী সংক্রমণের মারাত্মক প্রাদুর্ভাবের সাথে যুক্ত ছিল।

মার্চ মাসে ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ১৬টি রাজ্যে ৬৮ জন রোগীকে শনাক্ত করেছিল, যারা সিউডোমোনাস অ্যারুগিনোসার বিরল প্রজাতির ব্যাক্টেরিয়ার সংক্রমণের শিকার হন। আক্রান্তদের মধ্যে তিন জনের মৃত্যু হয় এবং আট জন দৃষ্টিশক্তি হারান এবং চার জনের চক্ষু অপসারণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh