আগুনে পুড়ে গেছে মহাখালীর সাততলা বস্তির শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১১:১০ এএম

নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ছবি: সংগৃহীত

নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ছবি: সংগৃহীত

প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাজধানীর মহাখালীতে সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এদিকে আগুনে পুড়ে গেছে সাততলা বস্তির শতাধিক ঘর।

মো. কবীর হোসেন নামে এক বাসিন্দা বলছেন, ভিতরে শুধু টিনের ঘর। অনেক মানুষ কোনো মালামাল নিয়ে বের হতে পারেনি। সব আগুনে পুড়ে গেছে। 

বাসার খান নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে বস্তিবাসীও আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে। অনেক মানুষ মালামাল নিয়ে বের হতে পারলেও অনেকের মালামাল ভিতরেই রয়ে যায়। প্রচুর ঘর পুড়ে গেছে।  

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটে মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। মোট ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh