আশুলিয়ায় শ্রমিক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৭:৪৩ পিএম

শ্রমিক মৃত্যুর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন। ছবি: আশুলিয়া প্রতিনিধি

শ্রমিক মৃত্যুর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন। ছবি: আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার আল রহমান ফ্যাশনের শ্রমিকের নিরাপত্তা ও অপরিকল্পিতভাবে কারখানা পরিচালনা করার কারণে তিনজন শ্রমিকের মৃত্যুতে মালিকসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ শ্রমিকের এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) আশুলিয়ার শিমুলতলা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি করেছে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠন।

এসময় শ্রমিক নেতারা বলেন, আপনারা জানেন গতকাল অপরিকল্পিতভাবে কারখানা পরিচালনা করার কারণে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। জামগড়া শিমুলতলা এলাকার আল রহমান নিট ফ্যাশনের নামের ওই কারখানার সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আমরা ন্যায় বিচারের দাবি জানাই। দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। যাতে করে এমন আর কোনো ঘটনার পুনরাবৃত্তি হয়।

এসময় শ্রমিক নেতা সারোয়ার হোসেন, রাকিবুল ইসলাম সোহাগ, তুহিন চৌধুরীসহ বিভিন্ন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh