শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র: শিক্ষামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৬:৫৮ পিএম

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। ছবি: কুমিল্লা প্রতিনিধি

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। ছবি: কুমিল্লা প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে দেশের সমৃদ্ধি অগ্রগতি ততদিন অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দেশে কখনো ইসলামের ক্ষতি হবে না। ইসলামের ধুয়ো তুলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার চালায় তাদের অপপ্রচারে কান দেবেন না।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন পাঁচজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh