ওমরাহ পালনে সৌদিতে চিত্রনায়িকা রেসি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৯:০৫ পিএম | আপডেট: ১৪ মার্চ ২০২৩, ০৯:৩৬ পিএম

ওমরাহ হজ পালনে সৌদি আরবে চিত্রনায়িকা রেসি। ছবি: সংগৃহীত

ওমরাহ হজ পালনে সৌদি আরবে চিত্রনায়িকা রেসি। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি ওমরাহ হজ পালনে সৌদি আরবে রয়েছেন।

সম্প্রতি সেখান থেকে পবিত্র মক্কা শরিফের ভিডিও এবং কয়েকটি ছবি দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে ওমরাহ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন ধরেই অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন রেসি। বর্তমানে স্বামী-সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকেন তিনি। পাশাপাশি নিজেকে যুক্ত করেছেন ব্যবসায়।

অভিনয় জীবনে ৫০টির মতো ছবিতে অভিনয় করেছেন রেসি। যার মধ্যে রয়েছে ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’।

এছাড়া ডিপজলের সঙ্গে জুটি বেঁধে আলোচিত হয়েছিলেন রেসি। বেশ কিছু ব্যবসাসফল সিনেমাতেও অভিনয় করেছেন দুজনে।   

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে রেসি অভিনীত ছবি ‘ইয়েস ম্যাডাম’। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রকিবুল ইসলাম রাকিব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh