মধ্যরাতে শেষ হচ্ছে ৪৬টি ইউপিতে নির্বাচনি প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৮:২১ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) ৪৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কয়েকটি পদে উপনির্বাচন হবে। নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় মঙ্গলবার মধ্যরাতে (রাত ১২টা) প্রচার শেষ হচ্ছে। এরপর সব ধরনের প্রচার বন্ধ করতে হবে প্রার্থী ও তাদের সমর্থকদের।

ইসির যুগ্ম সচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ১৬ মার্চ ৪৬টি ইউপির সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপির ৭২টি পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ নির্বাচন, কয়েকটি উপজেলার পাঁচটি পদে উপ ও পুননির্বাচন, তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন এবং বিভিন্ন পৌরসভার ৯টি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনি প্রচার বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে ১৬ মার্চ সকাল ৮টায়। তাই প্রচার বন্ধ করতে হবে ১৪ মার্চ (মঙ্গলবার) মধ্যরাত ১২টায়।

এছাড়া নির্বাচনি ফলাফল গেজেট আকারে প্রকাশের আগে কোনও ধরনের মিছিল, শোভাযাত্রা, পথসভা বা প্রচার চালানো যাবে না। প্রার্থী বা তার পক্ষে অন্য কোনও ব্যক্তি এ আইন অমান্য করলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পাবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh