মার্চেই ভুটানের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৬:৫৯ পিএম

ভুটানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

ভুটানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভুটানের সঙ্গে চলতি মাসেই ট্রানজিট চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ চুক্তি করার জন্য আগামী ২১ মার্চ ভুটানে যাবেন বাণিজ্যমন্ত্রী।

আজ শনিবার (১১ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

টিপু মুনশি বলেন, ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তির বিষয়টি আগামী কেবিনেট বৈঠকেই চূড়ান্ত হবে। এছাড়া, ভুটান বাংলাদেশের নদীপথের বিষয়ে দুটি প্রস্তাব করেছিলো। সেই প্রস্তাবটিতেও আমরা সম্মতি দিয়েছি।

তিনি বলেন, ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। ভুটান ছোট দেশ হলেও আমাদের নিয়ে তারা সবসময়ই ইতিবাচক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh