তিন খাতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৪:০৪ পিএম | আপডেট: ১১ মার্চ ২০২৩, ০৪:০৯ পিএম

সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ আল কাসাবি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ফাইল ছবি

সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ আল কাসাবি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ফাইল ছবি

বাংলাদেশের জ্বালানি, সমুদ্র বন্দর এবং বিমান বন্দরে বিনিয়োগ করতে চায় সৌদি আরব।

আজ শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক শেষ এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।  

পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্যবসা সম্প্রসারণে আমলাতান্ত্রিক জটিলতা দূর করেছে সরকার। একইসঙ্গে ওয়ানস্টপ সার্ভিস সেবা উন্মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে, সেখানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে।’ 

এদিকে চীনের বাণিজ্যন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠক শেষে তিনি জানান, দেশের জ্বালানি, অবকাঠামো ও ই-কমার্সসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী চীন। চীনে রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত দুদেশ।  

ভূটানকে ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়ে শিগগিরিই সমঝোতা চুক্তি হবে বলেও জনান বাণিজ্যমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh