ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৯:৩৬ পিএম | আপডেট: ০৭ মার্চ ২০২৩, ১০:১৬ পিএম

সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। ছবি: ফাইল

সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। ছবি: ফাইল

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় একটি  বহুতল ভবনে বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। দলটির নেতৃত্বে রয়েছেন মেজর কাওসার।

আজ মঙ্গলবার (৭ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় আরও বলা হয়, সেনাবাহিনীর বোমা ডিস্পোসাল ইউনিট, ১২ সদস্যের মিলিটারি পুলিশ, চিকিৎসকসহ তিনটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে, বিস্ফোরণস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বিআরটিসি বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি সাততলা ভবনের বেসমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।   

এদিকে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আহত হয়েছেন শতাধিক।

তিনি জানান, আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় নেওয়া হয়। এছাড়া হাসপাতালে যাওয়ার পরে আরও ৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই জন নারী এবং ১৪ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh