সাগর-রুনির হত্যাকারীরা অন্ধকারেই রয়ে গেল

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০২:০৯ পিএম | আপডেট: ০৫ মার্চ ২০২৩, ০৪:২৪ পিএম

নিহত সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতি। ফাইল ছবি

নিহত সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতি। ফাইল ছবি

আজও দাখিল হয়নি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। সাগর-রুনির হত্যাকারীরা অন্ধকারেই রয়ে গেছে। এ নিয়ে ৯৬ বার বদলেছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। অথচ হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে বিচারের ঘোষণা দিয়েছিল সরকার। আজ রবিবার (৫ মার্চ) তদন্ত প্রতিবেদন আগামী ৯ এপ্রিলের মধ্যে জমা দিতে র‍্যাবকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট খন্দকার শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম মো. রাশিদুল আলম এ আদেশ দেন।

এর আগে গত ৪ জানুয়ারি ৯৫ বারের মতো এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য তারিখ নিয়েছিল র‌্যাব। সেদিন আদালত ৫ মার্চের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। এর আগে মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংস হত্যার শিকার হন মাছরাঙ্গা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দিলেও আজও প্রকৃত রহস্য বা খুনিরা গভীর অন্ধকারেই রয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh