সীতাকুণ্ডে বিস্ফোরণ তদন্তে ৭ সদস্যের কমিটি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৯:১৩ পিএম

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলপুর এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে গঠিত কমিটটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ জানাতে বলা হয়েছে।

আজ শনিবার (৪ মার্চ) রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্টরা। তবে পুলিশের ধারণা অক্সিজেনের প্ল্যান্ট থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ১৮ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান সাম্প্রতিক দেশকালকে বলেন, এ ঘটনায় আহত ১৮ জন এবং নিহত ৬ জনকে পাওয়া গেছে। আহতদের বেশিরভাগই আঘাতজনিত সমস্যা। মস্তিষ্কে আঘাত পাওয়ায় এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের সকল চিকিৎসক নার্স তৈরি আছেন। বাড়তি রোগী এলেও রাখার কোনো সমস্যা হবে না। হাসপাতালে পর্যাপ্ত রক্ত, স্যালাইন, ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনবোধে আরো ব্যবস্থা রাখা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh