শাবনূরের প্রশংসা শুনে কাঁদতেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১১:৪৭ এএম

শাবনূর ও পূর্ণিমা। ছবি: সংগৃহীত

শাবনূর ও পূর্ণিমা। ছবি: সংগৃহীত

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে সপরিবারে ভ্রমণে গেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সেখানকার দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন আর সেসব মুহূর্তের ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সিডনিতেই জনপ্রিয় নায়িকা শাবনূরের সাথে দেখা করেন পূর্ণিমা।

শাবনূর ও পূর্ণিমা। 

গতকাল শুক্রবার (৩ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজে শাবনূরকে নিয়ে লাইভে হাজির হন পূর্ণিমা। দুই তারকা একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ। তারা যে পরস্পর কত আন্তরিক তা এ লাইভে দেখে বোঝা যায়। দুজনই তাদের ঘিরে গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন।

লাইভে পূর্ণিমা বলেন, ‘আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।’

চিত্রনায়িকা শাবনূর। 

এরপর পূর্ণিমা বললেন, ‘এই যে দেখো আমরা মিলে-ঝিলে আছি। আমাদের মধ্যে খারাপ সম্পর্ক না। আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে। তিনি কীভাবে, কোন এক্সপ্রেশন দিতেন, সেটা মনে করে কাজ করি। যদিও আমরা বা আমি তার ধারেকাছে যেতে পারিনি। তিনি আসলেই অসাধারণ একজন মানুষ।’

অতীতের স্মৃতি মনে করে পূর্ণিমা বলেছেন, “একটা সত্যি ঘটনা বলি, শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট। তার যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না! কোনও ছবির ধারে-কাছে যেতে পারছিলাম না। যখনই আমি শুটিং করতাম, তখন নির্মাতা-কোরিওগ্রাফাররা বলতেন, ‘কী এক্সপ্রেশন দাও! শাবনূরের মতো করো। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে; তার পায়ের যোগ্যতা নেই।’ এসব শুনে আমি কোনায় গিয়ে কাঁদতাম।”

এসব শুনে চুপ থাকতে পারলেন না শাবনূরও। বললেন, ‘পূর্ণিমার এত গুণ! আমার মনে হয় আমি ওর মতো পারবো না। এত সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফরম্যান্স করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই। আমি অনেক খুশি হয়েছি, ওর অস্ট্রেলিয়া আসার খবর শুনে। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।’

চিত্রনায়িকা পূর্ণিমা।

পূর্ণিমার সঙ্গে সিনেমা করার আশ্বাসও দিলেন শাবনূর। তবে সেটা ঢাকায় নয়, বরং অস্ট্রেলিয়ায় হবে। শাবনূর বলেন, ‘আমরা দুজন আবার ছবি করলে কেমন হবে? অস্ট্রেলিয়াতে করবো। ইচ্ছে আছে করার। এখনই বলতে পারছি না, কতদূর করতে পারবো। কিন্তু চেষ্টা করতে অসুবিধা নাই।’

প্রসঙ্গত, বর্তমানে শাবনূর তার পরিবারের সাথে অস্ট্রেলিয়ার সিডনিতেই থাকে। একমাত্র ছেলে আইজানকে ঘিরেই তার ব্যস্ততা। 

গত বছরের ২৭ মে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন পূর্ণিমা। প্রথম সংসারের কন্যা আরশিয়া উমাইজাকে নিয়ে নতুন সংসার গুছিয়ে নিয়েছেন তিনি। অন্যদিকে আট বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২০ সালে বিবাহবিচ্ছেদ করেছেন শাবনূর ও অনিক। বর্তমানে একমাত্র ছেলে আইজানকে ঘিরেই তার ব্যস্ততা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh