রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার তিন সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৮:২৩ এএম | আপডেট: ০৪ মার্চ ২০২৩, ০২:৫৩ পিএম

গ্রেপ্তারকৃত আরসার তিন সদস্য। ছবি: কক্সবাজার প্রতিনিধি

গ্রেপ্তারকৃত আরসার তিন সদস্য। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ মার্চ) র‌্যাব ও ৮- এপিবিএন এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে র‌্যাব  ও ৮- এপিবিএন এর যৌথ অভিযানে ক্যাম্পে হত্যা মামলার আসামী আরসা’র  তিন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন, মৃত নূর আলমের ছেলে আছমত উল্লাহ (২১), মাওলানা রহমত উল্লাহর ছেলে আব্দুর রহমান (২৭), মৃত ফকির মাহমুদের ছেলে আবু সামা (২৮)। তারা সবাই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। 
শুক্রবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী। 

তিনি জানান, র‌্যাব-১৫ ও ৮- এপিবিএন এর যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি আরসার তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা আরসার সক্রিয় সদস্য। এরা ক্যাম্পে নানা অপকর্মের সাথে জড়িত। এছাড়াও তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। 

আবু সালাম আরো জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh