ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ২ ব্যবসায়ীর

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০১:১৬ পিএম

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ ও দুই ব্যবসায়ীর লাশ। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ ও দুই ব্যবসায়ীর লাশ। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে কাঁচামালবাহী পিকআপের দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০), অপরজন নেত্রকোণার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মৃত আলাল উদ্দিন ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।

আজ শুক্রবার (৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা শিল্পপুলিশ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, কাঁচামালবাহী মিনি-পিকআপ ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পথিমধ্যে ভরাডোবার শিল্পপুলিশ কার্যালয় এলাকায় আসতেই ময়মনসিংহগামী একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় পিকআপ। এতে পিকআপ ধুমরে-মুচরে গিয়ে ঘটনাস্থলে দুই ব্যবসায়ী মারা যান। পরে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

রিয়াদ মাহমুদ বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh