জেল জরিমানা দিয়ে কারও রাজনীতি বন্ধ করা যায় না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০২:১৯ পিএম

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

জেল জরিমানা দিয়ে কারও রাজনীতি বন্ধ করা যায় না। পুরো বিশ্বে বিপ্লবী বিদ্রোহীরা জেলে থেকেও রাজনীতি করেছেন বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রাজনীতি করা ও নির্বাচনে অংশ নেয়া ভিন্ন বিষয়। সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। আর তারেক জিয়া রাজনীতি না করার মুচলেকা দিয়েই লন্ডনে গেছেন।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে নেদারল্যান্ডসের পাঁচজন সংসদ সদস্য ও রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সরকারের কাছে বিকল্প নাই। কৃষক বিকল্প উপায়ে সেটা পূরণ করবে। হয়তো তারা স্ত্রীর গহনা আবাদের গরু হলেও বিক্রি করে কৃষিতে বিনিয়োগ করবে।’

তিনি বলেন, কৃষকের জীবন মান কিছুটা হলেও কমবে, এটাই বাস্তবতা। এই পৃথিবীর কোথাও কৃষির মতো এতো ভর্তুকি দেয়া হয় না। এর সুফলও পাচ্ছে দেশ গত ১৪ বছরে কৃষির উৎপাদন বেড়েছে সাত গুণ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh