পাবনায় নিখোঁজের পর লাশ মিললো ভুট্টা ক্ষেত

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৪ পিএম

পাবনার মানচিত্র

পাবনার মানচিত্র

পাবনার চাটমোহরে নিখোঁজের পাঁচদিন পর এক ব্যক্তির লাশ মিলেছে ভুট্টা ক্ষেতে। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। 

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের নলগাড়া বিলের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (২৮)। 

স্থানীয় সূত্রে যানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ইসমাইল নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করা হয়। এর পর সোমবার তার লাশ মিললো। সকাল ১১টার দিকে এলাকার কৃষকেরা নলগাড়া বিলে কাজ করতে গিয়ে ভুট্টার জমি থেকে দুর্গন্ধ পেয়ে ক্ষেতের মধ্যে অর্ধগলিত লাশটি দেখতে পান। পুলিশে খবর দিলে পুলিশ ইসমাইলের পরিবারকেও খবর দেয়। দুপুর ১টার দিকে নিহতের স্ত্রী মাহমুদা খাতুন ঘটনাস্থলে গিয়ে  লাশটি তার স্বামী ইসমাইলের বলে শনাক্ত করেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন জানান, ইসমাইল পাঁচদিন আগে নিখোঁজ হয়। আজ তার লাশ পাওয়া গেল। কে কি কারণে কারা তাকে হত্যা করেছে, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh