প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৪ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল মঙ্গলবার। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

এক যুগ পর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর। এ বছর ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন।

মাহবুবুর রহমান তুহিন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মাদ উপস্থিত থাকবেন।

এবছর ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পায়। প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি দেওয়া হয়।

২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর পর বৃত্তি পরীক্ষা বন্ধ করে সমাপনীর ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। প্রাথমিকের সমাপনী পরীক্ষা বন্ধ হওয়ায় গত বছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh