সেলফি তুলে গিনেস বুকে অক্ষয়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৯ পিএম | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩১ এএম

 ‘সেলফি’ সিনেমা প্রচারের সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

‘সেলফি’ সিনেমা প্রচারের সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

বলিউডের খিলাড়ি খ্যাত জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের কাছে বয়স যেনো সত্যিই এক সংখ্যা। এখনো তিনি অদম্য। প্রতি বছর তার সিনেমা মুক্তি পায়। নতুন প্রজন্মের অভিনেতাদের সিনেমার সাথে পাল্লা দিয়ে সদর্পে চলে তার সিনেমা। বলিউডে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করার কৃতিত্বও পেয়েছেন অক্ষয় কুমার। এবার ৩ মিনিটে সর্বাধিক সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়লেন বলিউডের খিলাড়ি। 

অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। বর্তমানে সিনেমাটির শেষ মুহূর্তের প্রচারণায় তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি।

ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে এই সিনেমার প্রচারে এসেই সেলফি তোলার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেলফি তোলার ভিডিও পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন অক্ষয়। 

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি জীবনে যা কিছু অর্জন করেছি এবং যেখানে আছি- সবই আমার ভক্তদের নিঃশর্ত ভালবাসার কারণে। আমার কর্মজীবনে তারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, সে জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

এই খিলাড়ি আরও লেখেন, ‘আমার ভক্তদের সাহায্যে ৩ মিনিটে সর্বাধিক সেলফি তোলার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছি। এটি আমার জন্য বিশেষ ছিলো, যা আমি চিরকাল মনে রাখব। সবাইকে ধন্যবাদ।’

এতদিন এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের জেমস স্মিথের দখলে। ২০১৮ সালে কার্নিভাল ড্রিম ক্রুজ জাহাজে মাত্র ৩ মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন তিনি। স্মিথের সেই রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড গড়লেন অক্ষয়।

প্রসঙ্গত, মালয়ালম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক ‘সেলফি’। রাজ মেহতার পরিচালনায় এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh