ইতালিতে মাতৃভাষা দিবস পালিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯ এএম

মাতৃভাষা দিবস পালিত। ছবি: ইতালি প্রতিনিধি

মাতৃভাষা দিবস পালিত। ছবি: ইতালি প্রতিনিধি

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ইতালির রোমে স্থায়ী শহীদ মিনারে রাষ্ট্রদূত মো. শামীম আহসান পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপরেই বাঙালিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ৫২ এর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দিয়ে প্রথমবারের মতো বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেন।

ইতালির রোম শহর ছাড়াও দেশটির মিলান, নাপোলি, বলোনিয়া ও ভেনিসে ভাষা দিবস উপলক্ষে স্থায়ী এবং অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির পাদোভা শহরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh