জরায়ু ক্যান্সার নির্মূলে সেপ্টেম্বরে ভ্যাকসিন পাবে কিশোরীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৪ পিএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

আগামী সেপ্টেম্বরে দেশের ১০-১৫ বছর বয়সী কিশোরীকে জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হবে। 

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নারীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, এই ভ্যাকসিন নিলে আজীবন জরায়ু মুখ ক্যান্সার থেকে মুক্ত থাকা সম্ভব হবে। 

এসময় দেশে নিপাহ ভাইরাস নিয়ন্ত্রণে আছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন কোনো রোগী এখন আর পাওয়া যাচ্ছে না। তবে এই রোগের চিকিৎসায় বক্ষব্যাধি হাসপাতালে একটা ইউনিট করা হয়েছে।

তিনি আরও বলেন, ইউনিভার্সেল হেলথ কাভারেজের আওতায় প্রাথমিক পর্যায়ে দেশের ছয়টি জেলার মোট ১৫ লাখ পরিবারকে ৫০ হাজার টাকা সমমূল্যের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। জেলা ছয়টি হলো বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh