প্রবণ

শৈবাল নূর

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬ এএম

কবিতা। প্রতীকী ছবি

কবিতা। প্রতীকী ছবি

বিধুর ছায়ারা খুব গোপনে আমার প্রিয়

নদীতে চাঁদের ঝলকানি দেখে
ভাবতেই পারো কামের রহস্য

তবু, দুগ্ধ মাতার ঋণের মতো
অকথ্য অশ্রুর মতো
নারী- আমি তোমার নিকট কর্জ

তাই তো সহজ পাতাঝরা দেখে
উদাসীন হয় মন

যেভাবে বনানী উজাড় হওয়া দেখে
আমার বাঁচার লজ্জা হারিয়ে ফেলেছি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh