পিকআপ উল্টে শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৫ এএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪ এএম

হাসান আহমদের মরদেহ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

হাসান আহমদের মরদেহ। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ মেরিনড্রাইভ সড়কে পানভর্তি পিকআপ ভ্যান উল্টে হাসান আহমদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো তিনজন আহত হয়েছেন।

গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসান টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার ছৈয়দ আহমদের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। 

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার শিলখালী বাজার থেকে পানভর্তি একটি পিকআপ ভ্যান টেকনাফ সদরের উদ্দ্যেশ রওনা দেয়। বাহনটি অভ্যন্তরীণ সংযোগ হয়ে মেরিনড্রাইভ সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানচাপায় চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

তিনি আরো বলেন, আহতদের পরিচয় জানা যায়নি। তারা দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যানের শ্রমিক ছিলেন। ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh